কেউ কেউ আছে যাদের নিয়ে
থাকে না কারো ভাবার যন্ত্রণা ।
কেননা
জীবনের ফর্দ হাতে তারা মাঝে মাঝেই
বিমূর্ত হয়ে ওঠে,
শব্দ বাক্যের নিনাদে আগন্তুক যেন সকল প্রেক্ষাপটে।
জীবনের কঙ্কর থেকে পালিয়ে যায়
রূপকল্প সৃষ্টির কুঠুরিতে।
সমগ্র জীবন ভিজতে থাকে বেদনার্ত এক বর্ষাতে।
নখরের মতো মনে হয় নীলাভ শব্দে আঁকা
তাদের নিঃসঙ্গতাকে,
ভাবে না কোনো রমণী নিরাপদ নীড় কখনো
পদ্য ধূসর প্রাচীরে ঘেরা ওদের নির্জনতাকে।
(০১.১১.২০২৩)