তুমি কি আমার জন্য দুঃখ পাও ?
ভুলে থাকার মাঝে হঠাৎই ভুতুরে খোঁচার মতো ?
ইউটিউব, ফেইসবুকে কোনো ভিডিও চিত্র দেখে ?
কোনো সঙ্গীতের দুর্নিবার সুরের মধুর মোচড়ে,
মনে পড়ে, দুঃখ আসে ?
বইপোকা যখন, পড়তে পড়তে
কোনো বাক্যের অনবদ্য আঘাতে হঠাৎ জাগে কি দুঃখ
আমার জন্য ?
পেতে, যদি প্রেম সম্পর্কীয় তোমার দর্শনের
দুই পায়ে করে যেতাম চুম্বন ।
যদি হারিয়ে যেতে দিতাম যখন তখন
ঐ চতুরের সাথে সমুদ্রে পাহাড়ে অরণ্যে ।
এবং আবার বের হবার পথে যদি
দাঁড়িয়ে থাকতাম দু'চরণ ধুয়ে দিতে
তোমার দর্শনের আফিমে মোহগ্রস্থ মজনুর মতোন,
এবং চলে যেতো চতুর, আর আমি তোমার মাথার চুল
টেনে দিতে দিতে যদি বলতাম ভালোবাসি,
তখনও যখন তোমার সমস্ত শরীরে
লেগে আছে তোমার ও চতুরের
আদিম সঙ্গ অনুভবের মিষ্টি লাজুক হাসি ।
সেভাবে হলে পেতে, চমৎকার পেতে,
হঠাৎ হঠাৎ দুঃখ আমার জন্য,
বিচ্ছেদের পরও বারোমাসি ।
(২৩.০১.২০২৫)