তুমি যখন পথে ছিলে
মনে নেই তুমি তখন বলতে ?
যারা আছে প্রাসাদে প্রাসাদে সরব
তারা মনে করে
শুধুই তারাই যেন পুরো রাজ্য,
নেই কোনো অগণিত নীরব এর দল
একই রাজ্যের কুঁড়েঘরে, পথে প্রান্তে ।

অথচ আজ যখন তুমি বিজয়ী
সরব এখন তুমি প্রাসাদে প্রাসাদে,
কথা বলছো যেন তোমরাই পুরো রাজ্য !
যেন ভুলে গেলে ঐ যে যারা ছিল সরব
তারা এখন থেকে হয়ে যাবে
অগণিত নীরব
যেমনটি ছিলে তোমরা পথে পথে
আর কুঁড়েঘরে ।

ভুলো না কিন্তু,
তারাও ফিরে আসবে আবারো একদিন
কখনো পাশার দান উল্টে যাবার পরে ।

(২৯.০৮.২০২৪)