আমি সুন্নী,
তবুও সাবাস বলি শিয়া মুসলিমদের
প্রতি-আঘাতের হাঁক,
বিশ্বাসঘাতক শাইলক
ঐ জাতির উপর পারস্য'রাই প্রলয়ের শিঙা
ইসরাফিলের মতোন বাজাক ।
কী যে ইবলিশ জাতি হিটলারই যেন বুঝেছিল
তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এবার হয়ে যাক,
তবু পৃথিবীর এ দোযখে বেঁচে থাকা
জনমদুখী ফিলিস্তিনিরা মুক্তি পাক ।

(১৩।০৪।২০২৪)