কেন বিদায় নেয় না পক্ষীটা বলো তো সাকি ?
কত আর আনন্দ ভোগীদের নৃত্য দেখা বাকী ?
দুনিয়ার এ উৎসবে ভাসে বেশুমার বেওকুফী সুরা,
পাখিটার দিকে দুশমন চোখে তাকিয়ে থাকি।

(০৪.০৩.২০২৪)