চুপচাপ নীড়ে তার বাস করে পাখি
কত কথা বলি তবু কথা থাকে বাকি
যেটুকু সময় পাশে স্বপ্ন নাকি ?
কী করে বলি যে পাখি আরেকটু থাকি ?
🌸🌹🍀🍁🍂🍃🌺🌻🌼🌽🌾🌿
ভালো থেকো তুমি এই সন্ধ্যাবেলা
শীত শীত নিবিড় এই হেমন্ত মালা
সান্ধ্য নক্ষত্রের নেভা আর জ্বলা
জড়িয়ে হেঁটে যাও মানুষের মেলা
মন খারাপেরা সব করুক খেলা
কী যে একা অনুভবে দারুণ দোলা
বেঁচে থাকা মন্থর মেঘের চলা
নিভৃত অভিমানে কোনো কথা না বলা
শীত শীত হেমন্তের এই সন্ধ্যাবেলা ।
(১৯.১০.২০২২)