এই বিদায়ের পথ যদি রূপকথা হয়
তবে আজ আমি
প্রত্যাখ্যাত দুখী কোনো রাজন্য ।
জলে ভাসা রাজহংসীর মতোন ভেসে গেলে
সময় হয়তো.......
দুষ্ট রাণীর মতোন ভেঙে দিয়ে স্বীয় প্রশংসার
সে আয়না.........
খুঁজবে একদিন আমাকে পরিতাপে, আর
প্রতিটি রূপকথার সমাপনী বাক্যটির মতো,
অতঃপর চিরতর সুখে বসবাস করবার জন্য ।
(১৭.১০.২০২৩)