পার হয়ে গেছে
সে বঞ্চিত তারুণ্যের কাল বহু আগে,
কেউ পড়ে দেখেনি আমার গল্পটাকে ।
সঠিক সময়ের প্রতিটি বাঁকে বাঁকে
"সময়" ফিরিয়ে রেখেছিলো
তার মুখটিকে, কী যে এক দারুণ আক্রোশে ।
কী করে তাড়াই আজ !
এত গভীরে প্রোথিত হয়ে যাওয়া
অপ্রাপ্তির এইসব মর্ম বেদনাকে ।
আহা! কৈশোর, তারুণ্য, আমার যুবকবেলা
দেখেছিলো,
সঠিক সময়ে "সময়" এর অবহেলার
নির্মম রূপটিকে ।
আজ অসময়ে কোনো ভালোবাসা
ছুঁয়ে দিলে,
যতো অভিমান জমা হয়ে আছে
সীমারের মতো এই বুকে,
চিৎকার করে চায় ঘটাতে অভিযোগের
সর্বগ্রাসী প্রলয়,
কী লাভ এখন! অতি বিলম্বিত এই "সময়" যখন
সমাপনী করতালির মতোন মুখর মৃত্যুর ডাকে।
(১৩.০১.২০২৪)