কবিতার কালিঝুলি মেখে হই কাক
তবুও থামি না আমি লিখে করি খাক
কবিতার কুতুবেরা বেড়ে মারে হাঁক
এটা বলে ওটা বলে কেটে দেয় নাক।
আধুনিক কবিতার কত আছে ঢঙ
কিছুতেই মানবে না ছন্দের গং
পড়ে এত, তবু কেনো বেঁধে রাখে মন?
নতুন ধারাকে দেয় গালি সারাক্ষণ।
যেভাবেই ভালো লাগে সেভাবেই লেখো
অনুভব সৃষ্টিতে সচেষ্ট থেকো
সকল কবিতা পাঠে উদারতা চাই
রবি আর নজরুলে সীমা টানা নাই।
ছন্দের পাঠ ছাড়া কবি ফেসবুকে
বিমূর্ত রূপকে কী অনন্য লেখে
কী করে বলি যে আমি তারা কবি নয় !
তাতে কেনো ছন্দের এত পীড়া হয়!
কবিতার ধ্রুব রূপ কারো নেই জানা
অতএব সেটা নিয়ে ওস্তাদী মানা।
(০১.১০.২০২৩)
এই কবিতা আসরের আড্ডা বিভাগে একদিন এক তরুণ সদস্য বলছে, "ছন্দের কবিতা একদম ভালো লাগে না, ছন্দের তালে তালে কবিতা কী বলছে তা আর বুঝতে পারি না"। কী বলবেন? এই হলো সময়ের রুচি। আটকাতে পারবেন? কোনোক্রমেই না।