অশরীরী হয়ে যাবে ইতিহাস  ।

থাকবে না প্রস্তরে কিংবা পাতায়, চোখের সম্মুখে,
এ দু'হাতে আদরের স্পর্শে,
থাকবে না মঞ্চে, ক্যানভাসে, দেয়ালে, সেলুলয়েডে,
শোকের প্রভাতে ধীর পায়ে রাজপথে,
থাকবে না
শ্রদ্ধা জানাতে বছর ঘুরে স্মৃতির উৎসবে
এ দেশটি জন্মের অমর যত ভাস্কর্যের পাদপীঠে ।
গল্প, কবিতা ও প্রবন্ধের গ্রন্থ থেকে
আমাদের ঠোঁট করবে না আর পাঠ
অমর অমিয় ইতিহাস ।

করে যাবে কিছুকাল বসবাস অশরীরী ইতিহাস
চরম নিষিদ্ধ আমাদের দেশপ্রেমী মনে ও মস্তিষ্কে,
তারপর চলে গেলে একদিন পুরোপুরি মুছে যাবে
প্রজন্মদের হৃদয় থেকে ।

তখন এ মাটির উপর দাঁড়িয়েও জানবে না কেউ
সেটির অনন্য সংগ্রাম ও জন্মের ইতিহাস,

কোনো বিজাতীয় অন্ধ শরীরী ইতিহাসের
উগ্র মায়াজাল উপাসনা করার বিধান
বিষাক্ত সর্পের মতো প্রবর্তিত হয়ে যাবার কারণে ।

(০১.০৪.২০২৫)