উঠে আসে জল আর মেঘের স্মৃতি
শিশিরে ভিজে যায় নিঃসঙ্গতার মূল
দুঃখ ধারণের অব্যর্থ কোনো মন্ত্রে
হতে চাই বৃক্ষ, ফোটাতে চাই
ম্লান বেদনার কিছু আশ্চর্য ফুল ।
ছেলে মেয়েরা ডাল পালা ভেঙে
নিয়ে যাক ছিঁড়ে জীবনের আনন্দে,
কুঠারে টুকরো করে নিয়ে যাক বিনামূল্যে
গুঁজে দিক এক বেলার কোনো
প্রান্তিক আগুনে ।
না শোনা গল্পের এই মঞ্চ থেকে
অপ্রাপ্ত
মিলিয়ে যাক শূন্যে, সামান্য কিছুর দানে ।
(১৫.০৬.২০২৪)