আমরা কী কখনো সুখী ছিলাম
ছিল কী মুখে হাসি ?
পুরো জাতি বলেছি কী একযোগে,
এই দেশকে আমরা ভালোবাসি ?
কীভাবে বিঁধে গেলো দ্বিধার কাঁটা
দ্বিমতে বিভেদে মত্ত ;
জন্মভূমি সে তো সকলের
কী করে ভুললে সে মহা সত্য ?
পড়োনি যেন এ দেশের ইতিহাস
জানোনি কাকে বলে নেতা?
আজকের নেতা মানে বেনিয়াগিরি
দেশের রক্ত ও মাংসের বিক্রেতা।
যে দলই এসেছে মসনদে
শুধু লুটের টাকা বাটে;
একজন উঠলে ক্ষমতায়
ফেলে দিতে তাকে
অপরে ষড়যন্ত্র আঁটে।
কবে শিখবে আর রাজনীতি
বলবে কবে জনতার কথা?
জনতার দুখে যারা নিদ্রাহারা
কৈ গেলো তেমন নেতা?
এই যে মিথ্যে বলে যাও
সত্যের আলেয়া মেখে!
নব প্রজন্ম শেখে মিথ্যার বেসাতি
তোমাদের দেখে দেখে ।
মসনদ এর জন্য হানাহানি
পাড়ার কুকুরের মত বেলাজ;
বিরোধী নিঃশেষ করা রাজনীতি
যদি দেশসেবা, তবে মূর্খের কাজ।
তোমাদের চরিত্র এতই দূষিত
মাতৃভূমিকেও করেছো পণ্য;
তাই তো দুঃখ ক্ষোভে জনতা বলে
দেশটা স্বাধীন হলো কি জন্য?
এই যে আমাদের বাংলাদেশ
নাগরিকের অধিকার ;
তোমরা নেতারা করছো হরণ
তাই আজ ঘৃণা আর হাহাকার।
আমরা কী ভালোবাসিনি পতাকা
বিছাইনি হৃদয়ে মানচিত্র ?
জন্মভূমিকে যারা অপমান করে
তারা স্রষ্টার বিধানেও অপবিত্র ।
(১৮.০৭.২০২২)