একদিন ভেঙে গেল পদ্মার মতো
আমার কিশোরবেলার পাড়।
সবুজ অরণ্যের মতো পুড়ে গেল
যুবকবেলা,
দ্রুত ছাই হলো অস্তিত্ব তার।
এরপর সত্তার চারিদিকে আজ
অনড় পাহাড়ের মতো শুধুই কারাগার।
তবু এ ত্রিভুবনে
তার চেয়েও ছিল বেশি বেদনার
জল ভরা চোখের মতো
অভিমান আর নীরবতার রূপ
আমার যত অপেক্ষার।
(১১.০৯.২০২৩)