বহু বহু বছর আগে সবুজ সময়ের জালে
ছিল যখন খুব সহজ
ছিল অন্তত এ পটভূমির অধিকাংশের জন্য,
তবে মহা অদৃশ্য থেকে প্রোথিত বৈশিষ্ট্যের কারণে
ঘিরে ছিল এই নাটকে নীল নক্ষত্র রাত্রির মতো
নিঃসঙ্গতার ঈশ্বর ।
ফলে কেউ দেখেনি তাকায়নি
সরিয়ে অদৃষ্টের সে পর্দা আসেনি কেউ ভেঙ্গে দিতে
বিদ্ধ ঈশ্বর পুত্রের মতো অপেক্ষার ঘর ।
(৩১.০৩.২০২৫)