ক্ষমা করো,
আমি ভুলে গেছি তুমি সভাসদ ঐ সভাকক্ষের,
ভুলে গেছি,
তুমি দক্ষ রাঙা চাঁদ আর আমি যে কৃষ্ণপক্ষের
নিতান্ত এক অযোগ্য আর তুমি বটে মহামূল্য শিল্পী,
এবং ভুলে গেছি, আমার দু'হস্তে আছে সূচীবিদ্ধ
বামুন ও চাঁদ প্রবাদের সেই তুচ্ছ করা উল্কি।

ভুলে গেছি,
তোমাকে ছাড়া ঘটে না কোনো মহা আয়োজন,
সে গুরুত্বের ছোঁয়া পেতেই স্তব্ধতা ভেঙে হঠাৎ এখন
গল্পের জোয়ারে যাচ্ছো যে আবার নানাবিধ সন্নিকটে,
এবং অকস্মাৎ তোমার কূটনৈতিক এ চপলতায়
আমার অনুরাগেরা লজ্জিত যেন তীব্র চপেটাঘাতে ।

(০৩.০৩.২০২৫)