এই হাতে লেগে আছে কিছু স্পর্শ
নতুন স্রোতেও মোছে না ।
হৃদয় মাঝে কিছু স্মৃতি স্তম্ভ
কত আঘাতেও ভাঙে না ।

সন্ধ্যাতারা বলে অন্য জীবন
মিথ্যে হয়ে নেভে জ্বলে ।
বেঁচে থাকা যেন সেই একিরকম
বেদনার আকাশ তলে ।

এই মনে ভাসে কথা আর ঐ মুখ
সিনেমার মতো ফ্ল্যাশব্যাকে ।
নতুন পথে আজো ইচ্ছেগুলো
পুরোনো সে ঠিকানা আঁকে ।

এ শহর বলে এখন অন্য জীবন
মিথ্যে মাঝে বেঁধে রাখে ।
বেঁচে থাকা যেন সেই একিরকম
ভোলা তো যায় না তাকে ।

এই দু'চোখে কিছু স্বপ্ন
জলের মতো ভাসে ।
এই ঠোঁটে এক পুরোনো গল্প
হিরন্ময় দুঃখে হাসে ।

ঘিরে আছে এই অন্য জীবন
মিথ্যার কাঁটাতারে ।
বেঁচে থাকা যেন সেই একিরকম
অন্য জীবনের এই ভীড়ে ।

(২৮.০১.২০২৫)