কেউ কেউ বলে,
আমি জন্ম রোমান্টিক হয়ে জন্মেছি।
হ্যাঁ, পাগল কাব্যিকতায় আমি সব কিছু দেখেছি,
এই জীবনে তেমন করেই বেঁচেছি ।
কিন্তু কখনো বুঝিনি এ ছিল এক অভিশাপ !
জীবনের সবগুলো পথে আসেনি আমার শ্রবণে
আমার নিয়তি নিয়ে শ্লোকের প্রলাপ
হাহাকারে বাতাসে বইছে,

"এই লোকটি শুধু তার
ভেঙ্গে যাওয়া হৃদয় তুলে নেবার
দুর্ভাগ্যই পেয়েছে"।

(০১.০৬.২০২৩)

*আমার মূল ইংরেজী কবিতা:
"Only Heartbreak I Shall Pick"

Some say, I am a born romantic.
Yes I do live, everything i see mad poetic.
But i never guessed it was a curse,
on all the roads of my life
I could never hear
the wind was wailing a fated verse,
it will be only heartbreak that I shall pick.

(June 01 2023)
Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2023