অন্ধকার ঐ মুখ আরো অন্ধকার হবে
দূর নেবে আরো প্রগাঢ় দূরত্বে
যদিও ভালোবাসবে এবং যতদিন
সে বিষয়টি অবাধ্য কিশোরীর মতো না বুঝবে
এবং শুধু অবুঝের মতোন ভাববে, মান গেল,
মান গেল আমার এ সভা ও সাম্রাজ্যে
ততদিন কথা আর কবিতারা ঐ উৎসবের মতোন
মধুর ছুটে চলা মন এবং গাত্রে
চন্দ্র কিংবা সূর্যের গ্রহন ঘটাতে থাকবে
যদি না দেখে নির্দোষ অনুরাগ
শুধু দোষীরূপেই দেখবে,
যে খন্ডিত করে দিতে চায় যেন তোমার
শিল্পসম্মত সব অবদান ।

উপরে যাবার সিঁড়িতে
হিসেব-নিকেষের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে
আমি চাই তুমি আমাকে চিনবে
আর ঘাসের শিশিরে নেমে এসে রৌদ্রের মতোন
ঐ অন্ধকার তবুও কী হৃদয়গ্রাহী মুখ
আবারো নিবিড় বন্ধুত্বের আলো ছড়িয়ে হাসবে ।

(১৬.০২ ২০২৫)