চারিদিকে ঘোরে অন্ধ রাষ্ট্র
চারিদিকে কী যে অন্ধকার!
স্তুপ স্তুপ ফেলে নাগরিক বুকে
সামান্য আলোর নেই অধিকার !

নাগরিক নাকি দেশের মালিক
সব কিছু নাকি তার ক্ষমতার
অথচ অন্ধ রাষ্ট্রই রাক্ষসের মতো
নাগরিকদের করে নিত্য আহার।

(১৩.০৭.২০২৪)