ওরে ও হরে,
শুনেছিস কী বলছে ও ঘরে,
বুড়ার উগ্র কামনা পূর্ণ হয়না,
ধর্ম অন্ধ তার দেশ হয় না,
রাগে বুড়া তাই দিবাস্বপ্ন দেখে,
শাস্তি হচ্ছে সকলের ঐ পরপারে;
ধর্মান্ধ বুড়া আহারে,
আর কত ভয় দেখাবি তুই
                   তোর ধর্মান্ধ অক্ষরে।


একি রে,
কি দেখি কিম্ভূত ও কিমাকার,
তুই তো দেখি জন্মেছিস,
               আস্ত একখানা সীমার!
বাঙালিত্ব শিখিস্ নি
বাংলায় লেখাপড়া করিস্ নি
বিজ্ঞানের দান বুঝিস্ নি
তবে মানবতাই কি করে শিখবি আর!
এই জন্যেই তো হয়েছে তোর
            অনারোগ্য ধর্মান্ধ বিমার।

(১৮.১০.২০২১)