আমি গল্প লিখেছি,
তুমি বলবে অনন্য ।
আর কিছু নয় "হে প্রেম"
শুধুই প্রেমের জন্য ।

বলবে আমাকে কবি,
রাখবে হাত এই বুকে ।
কবির কষ্টগুলোর মাঝে,
সে থাকবে একটু সুখে ।

বললে না হয় মিথ্যেগুলো
তোমার মিষ্টি মুখে ।
একটি কবি নতজানু
অক্ষমতার দুখে।

(২৭.০২.২০২৩)