চশমা আড়াল করে হয়তো কিছুটা চোখ
দৃপ্ত ভঙ্গি ঢেকে রাখে নিঃসঙ্গতা
তবু বুকের সকল বিষন্নতা ফুটে ওঠে মুখে ।
নিবিড় হয়ে সবার সাথে তুমি কথা বলো সুখে
তোমার উৎফুল্ল থাকার নির্মমতা
দেয় না তোমাকে বুঝতে
কীভাবে অজস্র দুখের মীনেরা
সাঁতার কাটে আমার রক্তস্রোতে ।
(১৪.০৩.২০২৩)