নিজের জন্য
আরেক কাপ কফি ঢেলে নিলাম ।
"অতো কফি খাবেন না"
স্নেহমাখা তোমার শব্দধ্বনিরা
ভেসে গেলো সেদিনের মতো বাতাসে;
তাকালাম প্রখর উত্তপ্ত নীল
আষাঢ় আকাশের দিকে ।
আষাঢ় কোথায়, শ্রাবণ?
ওরা কি বিকিয়ে দিলো ওদের অস্তিত্ব
গ্রীষ্ম হেমন্তদের কাছে?
পৃথিবীতে মানুষের কান্না আর থামে না
তাই কি ওরাও আর কাঁদবে না?

আমার বিষন্ন ভাবনার মাঝে
বিস্ফোরিত হলো একটি বিশাল মেঘ।
চোখ ধাঁধানো উজ্জ্বল সাদা,
মনে পড়লো তোমার আকাশ নীল জামা
মনে পড়লো এই মেঘটির মতো
তোমার সালোয়ার তোমার ওড়না।
তোমার সৌন্দর্যের এই অনুপম ইতিহাসে
পারেনি কোনো রাজকুমার
তোমার লৌহকঠিন শপথ ভেঙে দিতে,
আমাকেও ফেরালে এক কবি
যার শত শত কবিতার দ্যুতি নিভিয়ে দিলে
নিষ্করুণ নির্মম হাতে।

আরেকটি চুমুকের আগে
আরেকটি দীর্ঘশ্বাস,
বৈশ্বিক উষ্ণায়ন মানবের অপরাধ
তাই আষাঢ় শ্রাবণ হয়তো আর ঝরাবে না বৃষ্টি
মানবের প্রতি ওদের বৃষ্টি স্নিগ্ধ অনুরাগ
আমরাই খুন করেছি,
খুন করেছি সকল সবুজের আশ্বাস।

অনন্ত গ্রীষ্মে যেন পুড়তে থাকবে এবার থেকে
তোমাকে ভালোবাসার
আমার যত বেদনা আমার যত বিশ্বাস ।

অঝোর বৃষ্টি মাঝে অঝোর অনুরাগ
সব হয়ে যাবে পৃথিবীতে একদিন ইতিহাস ।

(১৫.০৭.২০২২)


(কবি বন্ধুদের মন্তব্য করা তাদের স্ব-ইচ্ছা। তবে আমি পাল্টা তাদের কবিতায় মন্তব্য দেবার নিশ্চয়তা দিতে পারছি না এই মুহূর্তে, তার জন্য দুঃখ প্রকাশ করছি।)