কি যে হবে তোমার, বলো তো ঢাকা?
পুরো বাংলাদেশ যেন
ঢুকে পড়তে চাইছে তোমার ভেতর !
সমৃদ্ধির একটু ছোঁয়া পেতেই,
অস্থির তুমি ফুঁকে দিলে মোহন বাঁশি ;
বানের জলের মত আসছে মানুষ,
বাড়ছে মানুষ,
খুবলে খেতে, দাঁত বসাতে, তোমার বুকে;
সন্তান তোমার ন্যায্য দাবীদার,
কি করে সামলাবে তুমি আমাদের প্রিয়তমা?
উন্নয়নের পথে তুমি হে মেট্রোপলিটান;
শেয়ার বাজার উত্তুঙ্গ ! খুশিতে আমরা আত্মহারা!
রেমিটেন্স রেকর্ড ঠেকিয়ে দিলো বিশ্ব মন্দার প্রভাব!
কিন্তু প্রিয়,
থেকে তো যাচ্ছে কিছু কিছু পিছুটান;
বাতাসে বিষ, খাদ্যে ফরমালিন,
ফুটপাত উধাও !
ভিক্ষাবৃত্তি এখন লাভজনক পেশা;
জমি নেই, তবুও তুমি থেমে নেই !
বাড়াচ্ছো শির আকাশের দিকে
দু:সাহসে পুরাতন ভীতের ওপর ;
তোমার রাস্তায়
এখন জ্যামের দগদগে ঘা,
তবু কেউই থামছে না !
কিনছে গাড়ি, ছোট-বড় সবাই প্রতিযোগী,
পুড়ছে অমুল্য গ্যাস ;
গাড়ির এসিতে জ্যামে আটক নির্বিকার
এক একজন নাগরিক সম্রাট
অথবা কোনো এমপ্রেস;
কেউ বোঝে না, ঢাকা প্রিয়তমা আমার !
আর কতদিন তুমি বইতে পারবে এ ভার?
(১৫.০২.২০১০)** এর অনুভবে।