প্রতিদিনের কর্মে
সকাল নেই সন্ধ্যা নেই
প্রাগৈতিহাসিক ফসিলের মতো
লেপ্টে থাকি
সবুজ নেই সমুদ্র নেই
ইট পাথরের মাঝে বেঁচে থাকা
বলদ আর কি।

তবে সময়ের মধ্যে কর্ম থেকে
ফিরে যাও তুমি মিষ্টি শৈল্পিক পাখি.....
আড্ডা গল্পে সমুদ্র পাহাড় অরণ্যে
আলিয়স ফ্রঁসেজ ছায়ানট সঙ্গীতানুষ্ঠানে
কিছুই রাখো না বাকী
দৈনিক আর সপ্তাহের ছুটিতে
সঙ্গ-সুখের আমন্ত্রণে
থামে না অগণিত মর্দের ডাকাডাকি ।

(১৪.০৯.২০২৩)