দুঃখ লুকোনোর দক্ষতা,
শেখা হয়নি ।
দাঁড়াবে দৈবের মতো দুঃখরা একদিন,
হবে সঙ্গী, বোঝা যায়নি ।
দুঃখের ভীড়ে,
যা জানার কথা ছিল, জানা হয়নি,
যা চেনার কথা ছিল, চেনা হয়নি ।
আচরণের জন্য যে আবশ্যক দেয়াল,
তোলা যায়নি ।
সমবেত দুঃখের এত বিচ্ছুরণ,
থামানো যায়নি ।
ধীরে ধীরে গড়ে ওঠা দুঃখের অহংকার,
ভাঙ্গা যায়নি ।
অগণিত দুঃখের বৈশিষ্ট্যগুলোর পাঠ,
আজো শেষ হয়নি ।
(১৪.০৩.২০২৫)