আমি অতিকায় পাখির মতোন
ডানা মেলে হতে পারি না মহান,
আমি ক্ষুদ্র পক্ষীর মতোন ক্ষুদ্র ডানায় দুর্বল।
আমি তো নিভৃত পুকুরের দুপুর নিথর জল।
কখনোই হয়ে উঠতে পারি না সমুদ্র,
অনন্ত আঁধার আকাশের নীচে
হতে পারি না ফসফরাস আলো ঝলমল।
আমি মানুষে মানুষে সম্পর্কের অনন্য দর্শনে,
তোমার মতোন করতে পারি না অর্জন
মহান তৃপ্তির সে শীৎকার!
আমি ক্ষুদ্র ইতরের মতো চাই রমণীর দেহ,
আর চাই তা থেকেই উৎসারিত
অরণ্যের বাঘিনীর মতো প্রেমিকার আদিম ওঙ্কার।
তুমি তো মহান হতে হতে..........
তুচ্ছ আমার প্রেমের মহা উর্ধ্বে উঠে
অগণিত আদমের জন্য হতে চাও
সেই টসটসে রমণ ফল!
আর আমি যে নীচ প্রান্তিক মানুষের মতো
তুমি যে মহান এ প্রমাণে অবিরত,
মিথ্যুক ও প্রতারক অতি কথার বৃষ্টিতে
বোবা যন্ত্রণায়,
বুকে চেপে ধরে থাকি এ দুহাতে
পচে যাওয়া আমার আবাদী প্রেমের ফসল।
(০৫.০৫.২০২৩)