উৎফুল্ল তোমার ঐ জীবনের চিত্রে
আমি তো আগুন খুব দারুণ অমিত্রে  
করবো না স্বাক্ষর বন্ধুত্ব স্মারকে চুক্তি
প্রেমের স্মারকে খুব তোমারো বিরক্তি
দেবে না হৃদয় থাকবে আনন্দ দর্শনে
তাই তো আমারো বাঁচা অগ্নির কর্ষণে।

(১০.০৩.২০২৩)