ভালোই হয়েছে মরে গিয়েছো,
প্রতিহিংসার এই ভূমিটি থেকে অগ্নিকন্যা,
চিরশান্তির মুক্তি পেয়েছো ।
স্বৈরাচার তাড়িয়ে বিজয়ী যারা
জানি সমালোচনা করবেই তারা
কেননা নিয়েও তোমার অনন্য সততা
তুমি যে স্বৈরাচারের সাথেই থেকেছো ।
অতি সাধারণ জীবন কাটিয়েও
ঐ দোষেই অবশেষে দোষী হয়েছো ।
যতবার ঘটেছে বিদ্রোহ, বিজয়ী হয়েছে
বিদ্রোহীরা, প্রতিপক্ষ মানে প্রতিপক্ষই,
সৎ সজ্জন হলো কী বা না হলোই,
শাস্তি, বিষেদাগার ও অসম্মান থেকে ওরা
কাউকে কখনো রেহাই দেয় না ।
প্রতিহিংসার এই ভূমিতে
এটাই যে মূল নীতি, কেউ সে চর্চা থেকে
নিজেকে বিরত রাখে না ।
অতএব স্বর্গের বিছানায় বিশ্রাম করো,
অশ্রু ফেলো, নিবিড় ঘুমিয়ে থাকো,
অগ্নিকন্যা হয়ে ওঠার অপূর্ব সব দিন
চলমান চিত্রের মতো
স্বর্গের আকাশে ভাসিয়ে রাখো।
আজ উপযুক্ত শ্রদ্ধাঞ্জলী না হোক,
স্বতন্ত্র কবরও না হোক,
এই প্রতিহিংসার ভূমিতে উল্টে যায়
এবং উল্টে গেলেই পাশার দান
একাত্তরের সকল আলোকিত প্রাণ,
করবে পালন তোমার জন্য
অশ্রু ধারায় গভীর শোক ।
ততদিন পর্যন্ত হে অগ্নিকন্যা
শ্রদ্ধাহীন তোমার এই প্রস্থান
আজ আমাদের বুকের নিভৃতে
শুধু একটি কষ্টের কবিতা হোক ।
(২১.১০.২০২৪)