যখন সুউচ্চ স্বর্গ ছোঁয়া
পাহাড়ের মতো
আমার হৃদয়টিকে ভেঙে
মাটিতে মিশিয়ে দেবার এ কষ্টের ওপরে
তুমি হাঁটছিলে উৎফুল্ল এবং উদাসীন...

তখন নির্বিকার ঈশ্বরের বুকেও
বিঁধে গেলো অবশেষে বেদনা.....
তাই হয়তো দিলেন তোমাকে  
কয়েকটি অচলতার দিন।

ভেবাে না,
আমার এ চির নিশ্চলতা পাশে
তোমার সাময়িক গতিহীনতা
অচিরেই আরোগ্যে হবে আবারো দ্রুতগামী
এবং আরো বহুগুনে স্তুতিযোগ্য রঙিন।

(২৪.০৯.২০২৩)