এই অযোগ্য সময়ে,
যতটুকুই হৃদয় ভেদী আমার কথা ও কবিতারা,
যদি তার সামান্য কিছুটা সৃষ্টি হতো
বহুপূর্বের সে সুযোগ্য সময়ে,
তবে এ জীবনের কিছু গুরুত্বপূর্ণ প্রকোষ্ঠে
থাকতো না আজ
অর্থহীন ও গ্রাস করে রাখা কিছু শূন্যতা ।
এবং এই অযোগ্য সময়ে আরো উল্লেখ্য যে,
আমার কথা ও কবিতার শ্রবণ অথবা পাঠ
হয়ে যায় সহজে ত্তঁচলাকুড়ে নিক্ষেপযোগ্য ঝঞ্ঝাট ।
(২৭.০২.২০২৫)