সুখ ঢেলে দিতে কী পেরেছি ?
ভেঙেছি কাঁচের মতো সব ।
কোথাও কী এ প্রাণ আনন্দে উড়িয়েছি ?
স্তব্ধ করেছি সুখের কলরব ।
নিজেকে যে দূরে নিয়ে নিঃসঙ্গ করেছি,
দূর নির্জন বালুচরের মতো,
এ জন্মের অধিকারে যা কিছু পেয়েছি
অনিচ্ছায় রেখেছি অচ্ছুত অবিরত ।
(০৪.১০.২০২২)