অরণ্য প্রেমিক আমি
তাই বুঝি তোমার নির্জনতা ।
পাহাড় প্রেমিক আমি
তাই বুঝি তোমার ঐ মৌনতা ।
জোছনার রঙের মতো তোমার বেদনা,
সূর্যের কিরণের মতো তোমার প্রার্থনা ।
সবই বুঝে নিতে পারি আমি তোমার,
শুধু তুমি আমায় আজো বুঝতে পারো না ।
বৃষ্টির মাঝে যত ছন্দ,
আমি খুঁজে পাই তোমার মাঝে ।
নির্জন রাতের যত স্বপ্ন,
সারাক্ষণ আছো তুমি সেখানে ।
সংশয়ে ভরা এই জীবনে তুমিই আমার সান্তনা,
তবুও তুমি আমায় আজো বুঝতে পারো না ।
সাগরের আছে যত গল্প,
আমি তুলে আনি তোমার কাছে ।
তারাদের আছে যত দুঃখ,
আমি সাজিয়ে রাখি তোমার পাশে ।
একাকী প্রহর মাঝে তুমিই আমার কল্পনা,
তবুও তুমি আমায় আজো বুঝতে পারো না ।
(০৩.০১.১৯৯৯) রাত্রি ৪:১৫ ।
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)