অবধারিত প্রাপ্য ছিল
কিছু অবধারিত সুখ।
তবে প্রাপ্তি হয় শুধু
কিছু অবধারিত দুখ।

সময়ের সোনার হরিণ
ভাঙ্গে অবধারিত
স্বপ্ন মাখা বুক।

স্বপ্নহীন দুখের দোলায়
দুলতে দুলতে
হৃদয়ে স্থাপন করি
সুখী ঈশ্বরের মুখ ।

(১৮.০৭.২০২৩)