সেদিন এক খুশি ভরা বর্ণালী রমণী
জিজ্ঞেস করলেন, জীবন কি?
আমি বললাম, অবোধ্য।
হয়তো রমণী ঠিক মতো শুনেননি,
তিনি লিখলেন, অবধ্য।
তাকে শুদ্ধ করতে গিয়ে থেমে গেলাম,
ঠিকই তো লিখেছেন,
কেননা জীবন একিসাথে অবোধ্য এবং অবধ্য।

(১৬.০৫.২০২২)