নভেরা'র খোঁজ করে কী হবে ?
একদা পাথর ভেঙে ভেঙে
শিল্প গড়ে সে বসাতো
শৈল্পিক মনের এই শহরের বুকে ।
ছিল এক ঋদ্ধ কারিগর, অনন্য রহস্য
তার নিভৃত নিমগ্ন মনোলোকে ।
আজো বিদগ্ধ নগরী নস্টালজিক হয়ে ওঠে,
নভেরা হারালো কেনো !
লুকালো অলোকে কোন্ শোকে ?
এ শহর ছিল
একদিন নভেরা ও নারীর জন্য,
অথচ আরো আধুনিকতার বন্ধন মুক্তির
এই সময়ে,
দেখি আগুন, শৃঙ্খল,
আর উগ্র মতবাদে ঘোরে যত বন্য ;
নভেরা'দের জগৎ থেকে তাই
আমরা থেকে যাই বহুদূর আর দৈন্য ।
(০৬.১০.২০২২)