পুড়তে থাকুক কবিতা আমার
জাহান্নামে জ্বলুক
নরকে যাক ছাপার অক্ষর
লাগবে না সে সুখ ।
নিজের টাকায় কবিতা বই
হাঁট রে কবি সুখে
সম্পাদক রে বন্ধু করে
লুটিয়ে থাক সে বুকে ।
নির্লজ্জ এই তোয়াজ তোষণ
ঘৃণ্য চোখে দেখি
তোদের দয়া খবরদারি
পায়ের তলায় রাখি ।
সমঝোতার এই মেকী পথে
মাতাল তোরা সবই
স্বজনপ্রীতির অশীল খেলায়
ঢাক পিটিয়ে কবি ।
হাতে তুলে তোদের লেখা
ছাপার ঐ অক্ষরে
বল রে তোয়াজ গ্লানি মুছে
"সুখে যে মন ভরে" !
কবিতা আমার ছাপার অক্ষর
নাই বা তোমরা পেলে
আজন্ম এ দুঃখ ক্রোধ
কবরে যাবো ভুলে ।
যোগ্য পথে কবিতা যদি
না পাই ছাপার অক্ষরে
আর কখনো ডেকো না কবি
জাহান্নামে দাও ছুঁড়ে ।
(১২.০৯.২০২২)