আমার পথ আবার সেই নিঃসঙ্গ পথে
প্রেম স্বপ্নের কষ্টগুলোই হাসবে দিনে রাতে
জানালায় কেউ দাঁড়াবে না আর মেঘবৃষ্টির ডাকে
রাখা ছিল শুধু শূন্যতাই প্রতিটি নক্ষত্রদের বাঁকে।

(২৩.০৪.২০২৩)