জোয়ারের মতোন নব বর্ষের নতুন জামানা আসে সাকী,
পুরোনো বর্ষের জামানা হারিয়ে শুধু স্মৃতি জমা করে রাখি,
প্রতি বছরের নতুন জোয়ারে ভাটা কাড়ে চুপিসারে আয়ু,
ভাবি তখন এই জীবন রহস্যের ছলাকলা কত আর বাকি ?

(৩১.১২.২০২৪)

"শুভ ইংরেজী নববর্ষ ২০২৫"