ফুটে ছিল তার শরীর জুড়ে ম্লান সর্ষের মতো রঙ ।
সরল ও শান্ত সে সৌন্দর্য থেকে বহুদিন পর
ভেসে এলো প্রচলিত সম্বোধন ।
শুনেই ইচ্ছে হলো ঝড়ের মতোন
তার দু'বাহু ধরে উড়িয়ে নিয়ে চলে যাই
আকাশের কোনো মহা নির্জনে
আর জিজ্ঞেস করি,
ছায়াছবির দারুণ নিপতিত কোনো চরিত্রের মতোন,
"কেনো কথা বলো না তুমি, কী দোষ করেছি এমন ?"
কিন্তু কিছুই করিনি, বরঞ্চ হয়েছি শুধুই
তার ম্লান সর্ষের মতো রঙে
আরো বিষন্নতা মিশিয়ে দেবার অপরাধী,
এবং এরপর দেখেছি
ধীরে ধীরে সে উঠে গেল বেয়ে প্রতিদিনকার সিঁড়ি,
আর আমিও আরো একটি কবিতার পথে
আরো কিছু নিত্যকার কষ্টের রঙ নিয়ে ফিরি ।
(২৭.০২.২০২৫)