তারাদের দেশে কারা ঘুমাতে যায় ?
সেখানে কি প্রেমের দুয়ার খোলা যায় ?
নাকি সেখানেও কাটে নিঃসঙ্গ জীবন ?
থাকে কারো কারো জন্য প্রেমের বারণ ।
সেখানেও কি ঘটে পুনর্বার
নিঃসঙ্গতার সাথে সহমরণ ?
নিষিদ্ধ থেকে যায় বন্ধুত্বের আহরণ ।
(০৫.০৩.২০২৩)