মাঝে মাঝে আমি ভাবি

তুমি কে?

তুমি কি আমার দুঃখ-যাতনা?
নাকি সুখের নক্ষত্র
জীবনের নীলিমায় যাকে
সহজে খুঁজে পাওয়া যায় না।

মাঝে মাঝে আমি ভাবি

তুমি কোথায়?

রক্ত হিজলের মতো ঝুঁকে আছো কি
কোনো নিথর দুপুর জলে...
হারিয়েছ কি শিশির ভেজা ভোর পেরিয়ে
কোনো বিকেল কাশের বনে?

নাকি গিয়েছ সেই নিষিদ্ধ হৃদয়ের নগরে
কুড়াচ্ছ কবিতা,
পাখিদের মতো একদিন উড়তো যারা
এখন যে আর পড়ে না তাদের মনে।

(২১.০৪.২০২৩)