আমি দেখছি তোমায়, তোমার আঙুল, চম্পাবতী,
আমি দেখছি দু'পা, পায়ের পাতা, প্রজাপতি ।
আমি দেখছি দু'চোখ, হরিণ শাবক, খুব অস্থির !
আমি দেখছি যে চুল, গভীর ঘন, রেশমীর নীড় ।
আমি দেখছি বাহু, কোমল বাহু, স্পর্শে কি পাপ ?
দেখছি যে ঠোঁট, পাপড়ি গোলাপ, দূর অনুতাপ ।
দেখছি শুধুই, দেখছে আমার মুগ্ধ চোখ,
অথচ তুমি দেখতে পেয়েই, ঠুকলে ব্যাপক রাজ অভিযোগ ।
"কবি না ছাই ! ইওর অনার, আস্ত লম্পট !
অতিসত্বর জাজমেন্ট চাই ইওর অনার,
সুন্দরী অবলোকন নীতিমালা প্রণীত হোক,
নিষিদ্ধ করা হোক, কবিদের তথাকথিত মুগ্ধ চোখ !"
(০২.০৫.২০০৯)