নির্জনা, নির্জনা
স্বপ্ন আমার তুচ্ছ কোরো না ।

স্বপ্ন দেখে বোকারা, এই কথা
তুমি আমায় বোলো না।

স্বপ্ন ছাড়া এই জীবনে আর আছে কী !
স্বপ্নহীন তুমি কাউকে খুঁজে পাবে কি ?

মন আমার ভেঙ্গো না ।

স্বপ্ন পথে হাঁটা তোমায় আমি শেখাবো,
যত্ন করে স্বপ্ন লালন আমি দেখাবো ।

শত আঘাত-যন্ত্রণা ভুলে যাও নির্জনা ।

জীবনের ভারে নুয়ে পড়ি আমরা সবাই,
স্বপ্ন দেখে আবার মাথা তুলে দাঁড়াই ।

স্বপ্ন হলো জীবনে বাঁচার প্রেরণা, নির্জনা ।



(১৮.০১.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)