চিকিৎসার দিয়েছো দোকান, টাকা নাও গুনে গুনে,
বলছো তাকে বিভ্রমে দাতব্য, কী তাজ্জব হই শুনে।
গড়েছো কি জলের কারখানা, নাকি তা স্রষ্টার জল?
সম বন্টন যা অধিকার, করে রেখেছো দখল !
ঠিকঠাক ইতিহাস জানো, শেখো ভাষা "অংশ-নিচে",
ঠিক করো নিজ আচরণ, কেনো লেগে থাকো পিছে?
মাথা নত করে রাখলে বন্ধু, না করলেই অকৃতজ্ঞ!
আমাদের বিজয়ের গর্ব, খর্ব করো তুমি অজ্ঞ।
বন্ধু শ্রীমতী সাহায্য কোরে, কখনো দেয়নি খোঁটা,
তাঁকে পাঠ করে মানবতা, শিখে নাও না কিছুটা।
পরিচয় তোমার বাঙালি, সে কথা বুঝেছি বেশ,
শুধু হুমকিতেই হয়ে ওঠো কেনো তোমার স্বদেশ ?
আজো পারোনি একাত্ম হতে, সে দ্বিধা হয়নি শেষ ?
চিন্তা চেতনার প্রশ্ন তুলে, লাভ হবে না বিশেষ,
ইস্পাত কঠিন মিমাংসিত, অবিনাশী, অনিঃশেষ,
পরিচয় আমাদের জেনো, বাঙালি ও বাংলাদেশ ।

(০৫.১২.২০২৪)