আমার সবটুকু সে
যেনো জেনে নিয়েছে ;
আর কিছু নেই জানবার
এ রসায়ন বুঝে নেবার ;
আর কিছু কী নেই সত্যি বোঝার !
সে কী আর বলবে না বিস্ময়ে
তুমি কে ? তুমি কে !

তার চোখে আজ অহংকার
অচেনা আমাকে চিনে নেবার ;
হয়তো পাবে না সে ফিরে আসার
আর কোনো কারণ খুঁজে ;

হয়তো সে আজ না বুঝে
প্রেমকে শুধু ঝড় ভেবেছে ;
কোনো কিছু করিনি গোপন
তার কাছে ;
তাই হয়তো আজ সে
আমাকে সহজ ভেবেছে ।

(০৪.০৪.২০০০)

(* গীতিকবিতাই লিখেছিলাম মনে হয়)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)