আমার ভালোবাসার আগে
তোমার ছিল একটি আনন্দিত জীবন ।
ছিল নর ও নারীর প্রেম বর্জিত এক প্রফুল্ল মন ।
দূর থেকে দেখেছি একটি ঘরে
তোমার কী অপূর্ব খুশির অবয়ব
দেখেছি তোমার সত্তায়
পাহাড় নদী নক্ষত্রের আনন্দধারার উৎসব ।
অথচ আজ
আমার ভালোবাসার দুখের করাল গ্রাস
এনেছে ডেকে ভুবনে তোমার
নিরন্ন আকালের মতো নিরানন্দের সর্বনাশ ।
(২১.১২.২০২২)