নীলুফার তুমি কোথায়?
প্রতিদিন ভোরে তোমার রাস্তায়
মৌন এ মন লিখে চলে
বাতাসের বুকে রাখা কবিতার খাতায় ।

তুমিও কি ছুঁয়ে দিয়ে জানাবে একদিন
অনন্যতা তোমার
ঝিকিমিকি আনন্দে জ্বলে প্রেমহীনতায় !

নীলুফার তুমি কোথায় ?
ধুলো পড়ে গেছে যে আমের পাতায় ।
বৃষ্টিরা আসবে কবে জানি না
শীত রাতের নীল স্বপ্নদের ভালো লাগে
তবে তাদের চিনি না ।

প্রতি ভোরে তোমার রাস্তায়
তোমার ভাবনা,
দিয়েছে সেই ঈশ্বরী যত বেদনা
তা থেকে প্রতিদিন আমাকে বাঁচায়।  

(২০.০২.২০২৩)