নীলুফার,
চলো গড়ে তুলি যৌথ খামার ।

আমাদের দু' হৃদয়ের ফসলে
দেখবে এ পূঁজিবাদী ঘাতক প্রেমের পৃথিবী
অসামান্য সাম্যবাদী অধিকার ।

প্রেয়সীনি কমরেড, লাল সালাম নয়,
শুভেচ্ছা তোমাকে রক্ত গোলাপের
সোম থেকে রবিবার ।

আমাদের হৃৎ কলমের টানে
সৃষ্টি হবে যে প্রেমময় সাম্যবাদ
থাকবে না তাতে বিভ্রান্তি
থাকবে না মার্ক্স লেনিনের মতবাদের মতো
কোন চিহ্ন বিফলতার।

খতম করে দেবো শ্রেণীশত্রুর মতো  
আছে যত দর্শন দুঃখ দেয়ার

প্রস্তুত থেকো হে প্রেয়সীনি কমরেড
নীলুফার ।

(০১.০৩.২০২৩)