প্রতিদিন মন ভালো নেই ।
যেন নেবুলা থেকে নক্ষত্রদের জন্মের মতো
একের পর এক নতুন মন খারাপেরা
আমার বোধের গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ছেই।
হচ্ছে না বিহিত
আদালতে অভিযোগ জমে ওঠার মতো
মন খারাপেরা বিচারের আশায়
তাদের মাথাগুলো ঠুকছেই।
দাউ দাউ আগুনে সর্বস্ব ছাই হবার মতো
মন ভালোদের বিনাশে হাহাকার করছেই।
স্কুলের প্রাঙ্গনে এসেমব্লির মতো প্রতিদিন
নতুন নতুন মন খারাপেরা পৃষ্ঠ ঘেঁষে ঘেঁষে
সারিবদ্ধ দাঁড়াবেই।
আর মুখশ্রীর ক্যানভাসে আমার
কৃষ্ণ গহ্বরের মতো গাঢ় অন্ধকার
প্রতিদিন আরো প্রগাঢ় কৃষ্ণ বর্ণ
ধারণ করে যাচ্ছেই।
যদি কোনো বিমুখ দেবী
ফিরে আসে ফের উজ্জ্বলতা নিয়ে
এই ব্ল্যাক হোল যেন গ্রাস করবে তাকে
মুহূর্তেই।
কী করে মন ভালো হবে?
যেদিন দেয়াল থেকে
অশ্লীল পোস্টার ছেঁড়ার মতো
হৃৎপিণ্ড থেকে ঐশ্বরিক শক্তির
এডহ্যাসিভ দিয়ে সাঁটা প্রেমকে ছিঁড়ে ছিঁড়ে
ভীষণ ঘৃণায় রাস্তায় ছুঁড়ে ফেলা যাবে।
ধর্ষণের পর
বেজন্মা জন্ম হবার মতো যেদিন
প্রেমকে মাটিতে জীবিত পুঁতে ফেলা যাবে।
জীবনকে যেদিন
যিশুর মতো ক্রুশকাঠে পেরেক ঠুকে ঠুকে
ঐ ঈশ্বরের কাছে ফেরত পাঠানো যাবে।
অথবা কোনো দেবী যেদিন
শরৎ এর উপন্যাস অথবা বাংলা সিনেমার মতো
ক্ষমা চাইতে চাইতে আমার দুই নশ্বর পা
পদ্মার পানির মতো ভিজিয়ে ফেলবে....
আমার চোখে পাথরের রূপ দেখে
আত্মগ্লানিতে পুড়ে পুড়ে
রবি বঙ্কিমের নায়িকাদের মতো করবে আত্মহত্যা ।
এ ব্যতিত,
আমার অগণিত নীহারিকার মতো মন খারাপেরা
ভালো হবে কী করে ?
(১৬.০২.২০২৩)